আমারো তো ইচ্ছে করে
নদীর মতো বইতে
মনের যতো কথা আছে
পাখির মতো কইতে।।


বোবার মতো ঘুরে বেড়াই
কালা হয়ে থাকি
বুকে যতো দুঃখেরই ঢেউ
ঢেকে ঢেকে রাখি।
বলতে আছে সবই মানা
নীরবে তা সইতে।।


চলার পথে দেখি কতোই
দৃশ্যপটের ছবি
ইচ্ছে করে নজরুল হয়ে
হই / প্রতিবাদী কবি।
আর কতোকাল থাকবো এমন
বন্দী হয়ে রইতে।।


দাও খুলে দাও জবান তালা
বলি উচ্চস্বরে
সাহস নিয়ে চলতে শিখি
নিজের মতো করে
রইবো না আর বন্দী হয়ে
কইও না আর নুইতে।।