তুমি-থমকে থমকে বলো কথা
মনে রেখে ভয়
এমন করে বললে কথা
প্রেম কী গো আর হয়।।


তোমার সাথে মন মজাইতে
চাতক হয়ে রই
প্রিয়র লাগি দিবারাতি
মন করে হইচই
প্রেম যদি হয় সর্বনাশী
মন কি ঘরে রয়।।


কেমন প্রেমিক পুরুষ তুমি
জলে নামতে ভয়?
করলে পিরিত ভাবতে হয় না
লোকে কি বা কয়!
প্রেমিক মনে ভয় কেনো গো
সাহস থাকতে হয়।।