কার লাগিয়া সাজবো বলো
দেখবে আমায় কে
পরান ভরে দেখিবে যে
বিদায় নিছে সে।।
পরানেরই বান্ধব সে যে
আমার জানের জান
তার লাগিয়া কান্দে নয়ন
কান্দে আমার প্রাণ
কই লুকাইলো পাই না খুঁজে
হারালো কই সে।।
কে আছো যে বলবে আমায়
সেই দেশেরই নাম
টিকেট পাওয়া যায় কি তার
কতোই বা তার দাম।
একবার যদি পাই দেখা তার
বলবো কতো কি যে।।
কী যাদু সে করলো আমায়
বাঁচে না পরান
পাগলিনী তারই প্রেমে
গেলো জাতকুল মান
অতো মায়া অতো পিরিত
ক্যান দেখাইলো সে।।