কি মায়ায় বান্ধিলে বন্ধু রে
ও বন্ধু ভুলিতে না পারি
নাওয়া-খাওয়া হইলো বন্ধ
চলছে না আর নাড়ি।।


খাওয়াইলে বিচ্ছেদ বড়ি
ঘুম নিলে কাড়িয়া
কাছে আসার আগেই তুমি
গেলে গো ছাড়িয়া।
নাও তুলে নাও মনে তোমার
নিও না গো আড়ি।।


সখি তোরা দে বলে দে-
কৃষ্ণ গেলো কই
তারে ছাড়া একলা রাধা
কেমন করে রই।
কোন দেশেতে দিলো উড়াল
আমারে ছাড়ি।।


চাই না সখি শাড়ি চুড়ি
তারে আইনা দে
পরাণ কি তার কাঁদে না রে
নে রে জাইনা নে
সে ভুলিলেও তারে আমি
ভুলতে কি আর পারি।।