কাঁদলে আমি তুইও কাঁদবি
বুঝলি না রে সোনাধন
আমায় কেনো কাঁদাস রে তুই
করিয়া যতন।।
তোর আশাতে নাও ভিড়াইলাম
প্রেম নদীর ঘাটে
দিনের পর দিন পার করিলাম
পাইলাম না তল্লাটে।
ঘরে থাকতে দিলি না তুই
বানাইলি বাউল মন।।
উজার করা ভালোবাসা
দিলাম রে অবিরাম
পাষাণ হইয়া রইলি দূরে
দিলি না রে কোনো দাম।
হইলি না হইলি না রে তুই
আমারই আপনজন।।
গুনগুনিয়ে গান শুনাইতি
বলতি ভালোবাসি
পাখি হইয়া উইড়া যাইতাম
অতি ভালোবাসি।
কাঁদে না আর রুনা লায়লা
কাঁদে না তারি মন।।