আমি-মরছি মরছি একবার মরছি
বারে বারে মরবো না
তোর সাথে আর প্রেম করিয়া
জনম ভুল আর করবো না।।
প্রেম কি রে গাছের গোটা
হাত বাড়ালেই যায় পাওয়া
সাধন করে যায় না পাওয়া।।
সহজে তুই পাবি না।
মরার আগে মরবি রে তুই
প্রেম কিন্তু মরবে না।।
পাপ করিলে শাস্তি পাবি
প্রেম করিলে মন
সেই মনে রে ভাঙিস রে তুই
করিয়া আপন।
মন ভাঙিলে লয় কি জোড়া
আগের মতো জুড়বে না।।
যাস রে ভুলে কঠিন হলেও
করুণ সুরে ডাকিস না
আবেগ ভরা হৃদয় নিয়ে
নতুন স্বপ্ন আঁকিস না।
খাঁটি প্রেম তো হয় এমনই
পুড়তে পুড়তে পুড়বি না ।।