আসুক বাঁধা আসে যতো
থামবো না তো পিছু
যতো পারো তোমরা সবাই
নাও না আমার পিছু ।।


আমি ঘুরবো আমি উড়বো
চলবো বিশ্ব মাঝে
আমি কবো আমি রবো
সৃষ্টির সকল কাজে
উঁচু মাথায় সত্যের ভাষায়
সৃষ্টি হোক না কিছু।।


ভালোবাসা করে জমা
কিনবো বিশ্বটাকে
যে আমারে করেছে পর
উপহার দেবো তাকে
আমি জ্বলবো আমি বাঁচবো
হবো না তো নিচু।।


আমি জানি আমি মানি
বিধির বিধানটারে
আমি হাসি আমি কাঁদি
ভালোবেসে তারে
অশ্রজলে ভেসে কভু
ভিজে ভিজুক কিছু।।