(বন্ধু) আমার থেকে দামী তোমার
দরজার পাপুস খান
আমার লাগি নাই হৃদয়ে
তোমার কোনো টান।।


পাপোশেতে লাগলে ময়লা
দেখো চাইয়া চাইয়া
মনটা পুরাই অহরহ
থাকি না গো খাইয়া।
এসব দেখার নাই তো সময়
ডাকো আবার জান।।


ইচ্ছে হলে মাথায় তুলে
নাচো হেলেদুলে
চুনের থেকে পান খসিলে
মুহূর্তে  যাও ভুলে।
এত পিরিত ভাল্লাগে না
ডাইকো না জানে - মান।।


ডাল-ভাতেরই জীবন ভালো
জংলি ফুলের শাড়ি
ভালোবাসা মুঠোই মুঠোয়
তাতেই খুশি নারী।
ভালোবাসা মান হারালে
কাঁদবে যে পরাণ।।