আমার ভাল্লাগে না
থাকতে তোমার বাড়ি
কথায় কথায় ঝগড়া করো,
করো বাড়াবাড়ি।।
সারাদিনই খাইট্টা মরি
ভুল হলে পায়ে ধরি
পোলাপাইন মানুষ করি
অল্প বয়স এই ছেরি।
আমার ভাল্লাগে না
থাকতে তোমার বাড়ি।।
বড় ভাইরে ডাইক্কা আনো
এমন বিয়া দিছে কেনো
কথায় কথায় পাঠাও
বাজানের বাড়ি।
আমার ভাল্লাগে না
থাকতে তোমার বাড়ি।।