যাইও না যাইও না বন্ধু
একবার ফিইরা চাও
ব্যথার সাগর বুকে দিয়ে
কোথায় বলো যাও।।
পথোপানে থাকবো চেয়ে
তোমার কথা ভেবে
আসবে নাকি ফিরে আবার
বুকে তুলে নেবে।
কোন বা দেশে যাও গো তুমি
কোন সেই সোনারগাঁও।।
একলা ফেলে একলাই চললে
হলে কেনো নিদয়া
তোমার কাছে ছিলাম নাকি
এতোটুকু বিনয়া।
ক্ষমা করো বন্ধু ওগো
আমায় সাথে নাও।।