বিধি তুমি বানাইলা এক আজব মজার গাড়ি
সেই গাড়িতে ইঞ্জিন দিলা দিলা না তার বাড়ি।।
চলছে গাড়ি নিজের মতোই সিগনাল দিলে থামে
তোমার ইচ্ছায় পার হয় আবার ডানে কিংবা বামে
এই যে খেলা সাঙ্গ হলে নিয়ে নাও আড়ি।।
আজব গাড়ির পার্সের সন্ধান এই গাড়িতেই মেলে
ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড মিলিলেই আবার দারুণ খেলে
হাট বাজারে যায় না পাওয়া হয় না দোকানদারি।।
মধুমাখা সংসার দিলা দিলা কতোই সুখ
পরিবারের সবাই মিলে পুলকিত বুক
হঠাৎ করেই ডাক পড়ে য়ায় যেতে শিকড় ছাড়ি।।