মন বোঝে না বায়না ধরে
করে ডাকাডাকি
তারে ছাড়া কেমন করে
বল রে আমি থাকি।।
অন্তর পুড়ে ছাই হয়েছে
মন হয়েছে কালা
বলবো কারে মনের বেদন
অন্তরেরই জ্বালা
বুঝলো না যে মনের ব্যথা
আমার পরাণ পাখি।।
লোকের কথায় রইলো দূরে
নিন্দা করে ভয়
তবু কেনো পরাণ ভরে
ভালোবাসি কয়
চাই না এমন ভালোবাসা
চাই না প্রেমের ফাঁকি।।
ক্যান শেখালো ভালোবাসা
ক্যান যে থাকে দূরে
তার লাগিয়া সারাটাক্ষণ
মন যে আমার পুড়ে
ইচ্ছে করে তবু কেনো
বারেবারে ডাকি।।