চুপটি মেরে আমায় দেখে হয়তো ভরে তোমার মন
জানলে না'তো দ্যাখতে তোমায় মন টা কত উচাটন।।


নদীর জলে হয়তো মিটে তপ্ত তটের উষ্ণতা,
সেই জলে কী হয় গো শীতল চাতক প্রাণের তপ্ততা।।
যার পুড়িছে সেই বুঝে হায় অঙ্গার হওয়ার কী বেদন…
জানলে না'তো দ্যাখতে তোমায় মন টা কত উচাটন-
চুপটি মেরে আমায় দেখে হয়তো ভরে তোমার মন।


তীব্র তৃষায় বুক ফেটে যায় কেউ রাখে না সেই খবর,
আপন মনে তাই রচে যাই বালুচরের এই বাসর-
তীব্র তৃষায় বুক ফেটে যায় কেউ রাখে না সেই খবর।


উড়াল পাখির আকাশ বুকে নিশ্চিত প্রাণে উড়ে সুখ,
বাঁধলে তারে তার হৃদয়ে নামে যে হায় জনম দুখ।।
বনের পাখি পড়লে বাঁধা ছটফটায় যে অনুক্ষণ…
জানলে না'তো দ্যাখতে তোমায় মনটা তেমন উচাটন-
চুপটি মেরে আমায় দেখে হয়তো ভরে তোমার মন।