আবারো সেই কালো রাত্রি দেখলো যে এই বাংলা মা
কত মায়ের বুক যে হলো শ্মশান তুমি জানলে না।।
কতো নির্মমতার বলি দ্যাখো কতো শত জন
সন্তান হারা মাতা সন্তান শোকে আজি উচাটন।।
এতো মায়ের বুক ভাসিয়ে সাধ কি তোমার মিটলো না
কত মায়ের বুক যে হলো শ্মশান তুমি জানলে না……
হায়রে পাষাণ কোন সে মোহে অন্ধ হলে গো এমন
ইচ্ছে বধির সেজে নির্দয় শুনছো না কারো ক্রন্দন।।
রক্তস্নাত বঙ্গভূমির সন্তানের তাই মরণ পণ
তরুণ যুবা'র দল মৃত্যুকে আজি করছে আলিঙ্গণ।।
কতো তাপে মৃত্যুর মুখে বুক পাতে হায় তা বুঝবে না
কত মায়ের বুক যে হলো শ্মশান তুমি জানলে না….
আবারো সেই কালো রাত্রি দেখলো যে এই বাংলা মা
কত মায়ের বুক যে হলো শ্মশান তুমি জানলে না।