বাঁকা গাঙ্গের পাকা মাঝি
হইতে যদি পারো নাই,
উথাল-পাতাল মাঝ দরিয়ায়
বাইতে আসার দরকার নাই।।


না বুঝিলে সেই গাঙ্গের বাও
কিনারেতেই ডুববে নাও।।
জবরদস্তি কোরবে তুমি
সেইখানেতে সুযোগ নাই…
উথাল-পাতাল মাঝ দরিয়ায়
বাইতে আসার দরকার নাই…


কোন সাধনে পাইবে জ্ঞানে
কেন নদী উজান যায়,
ভেবে দোখো কোন সে টানে
খর নদী তেজ হারায়।।


সেই বেদ যদি রয় অগোচর
অসফল রয় জীবনটাই…
উথাল-পাতাল মাঝ দরিয়ায়
বাইতে আসার দরকার নাই।।