কত পাষাণ হলে এমন কঠিন হওয়া যায়,
এমন করুণ মৃত্যু দেখেও সয়ে যাওয়া যায়।।


প্রকাশ্য খুন রাহাজানি নীরব সবাই রয়,
এই জমানার পাথর বুকে মানবতার ক্ষয়।
দ্যাখছি এখন খুব সহজেই ত্রাস ছড়ানো যায়
নির্বিচারে তাই বুঝি আজ মানুষ মারা যায়….


হায় মানবের এ কোন বিবেক অন্ধ সেজে রয়!
পাষণ্ডতার তাণ্ডব দেখেও ক্যামনে মৌন রয়-
হায় মানবের এ কোন বিবেক অন্ধ সেজে রয়!


নির্মমতার শেষের প্রান্তে যায় নি কী এই দেশ?
নিরপরাধ কত প্রাণের এমনি হবে শেষ।।
ন্যায়ের বিচার নিভৃতে তাই চোখের জল ঝরায়
দিন দুপুরে পাথর মেরে মারছে মানুষ হায়!