কার মুরলী উঠলো বাজি এই না গহীন রাতে,
নিদ টুকু মোর কাড়লো যে তার সুরের মূর্ছনাতে।।


দখিন বনের দুষ্ট সমীর আনলো টেনে সেই সুর
সেই সুরেতে উদাস প্রাণে জাগলো প্রেমের'ই তোড়।।
তার বিহনে রই কেমনে ঘুম নেই নয়ন পাতে…
নিদ টুকু মোর কাড়লো যে তার সুরের মূর্ছনাতে…


মন তো অবুঝ তাই বুঝেনা অহর্নিশি জ্বলে
সাথী হারার তীব্র দহন জ্বলছে হৃদয় তলে।।
মরছি যে হায় বংশীধারীর সুরের'ই আঘাতে…
নিদ টুকু মোর কাড়লো যে তার সুরের মূর্ছনাতে…


কার মুরলী উঠলো বাজি এই না গহীন রাতে,
নিদ টুকু মোর কাড়লো যে তার সুরের মূর্ছনাতে।।