যে পোড়ায় মন সেই কী জানে এ পুড়ানোর কী দহন
আপনি কী আর কারোর মনে অহর্নিশি হয় জ্বলন।।
বৃষ্টি বিনে হয় না কভু চাতক প্রাণের তৃপ্ততা,
আকাশ পানে চেয়ে চেয়ে পায় চাতকে শঠতা।।
ধোঁয়া দেখে ধোঁকা পেয়ে যেমন ভাঙে চাতক মন
তেমনি ভাঙন এই হৃদয়ের তবু তোমার লই স্মরণ…
নিশির শেষে ঝরে যে ফুল তার তরে কতো লিখন,
জানলো কী কেউ ঝরা ফুলের হৃদয় মাঝে কী বেদন-
নিশির শেষে ঝরে যে ফুল তার তরে কতো লিখন।
নদীর জলের ঢেউয়ের খেলায় তৃপ্ত কারো মৌনতা
ঐ জলেই ফের কারো প্রাণে দেয় বাড়িয়ে তিক্ততা।।
জলের ধারায় বুঝে না'কো কখন ভাসে কার রতন
যার ভেসে যায় তার হৃদয়েই রয় যাতনা অনুক্ষণ…
যে পোড়ায় মন সেই কী জানে এ পুড়ানোর কী দহন
আপনি কী আর কারোর মনে অহর্নিশি হয় জ্বলন।।