দুঃখে গেল কাল গো আমার
দুঃখে গেল কাল
হ্যাগো আড়ি-পরির খোষা কাটা
গোল মরিচের ঝাল!


আমার বাড়িত বন্ধু আইলে
কার বা কিতা পোড়ে
হেগো আগকুন্নিতার চোখে যেমন
মরিচ ভাইঙ্গা পরে।।


রাইত অইলে মাইল্যা বুড়ি
লাউ ঘটঘট করে
হেগো আড়ি-পরি ডাইকা বলে
ঘরে কিও লড়ে।।