আমি কৃষ্ণ কোথায় পাই গো
আমি বন্ধু কোথায় পাই গো
বল গো সখি কোন দেশেতে যাই
আমি কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
আমি নগরে বেড়াই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।।


আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
আমার ছিল আশা ভালবাসা
আমি কারে বা শুধাই গো
বল গো সখি কোনবা দেশেতে যাই।।


সুচিত্র পালংকের মাঝে
শুইয়া নিদ্রা যাই
এগো ঘুমাইলে স্বপন দেখি
আমি শ্যাম লইয়া বেড়াই
বল গো সখি কোনবা দেশেতে যা।।


ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
এগো এই আদরের কুন মনি
আমি কোথায় গেলে পাই
বল গো সখি কোনবা দেশেতে যা।।