আমারে আসিবার কথা কইয়া
মান করে রাই, রইয়াছো ঘুমাইয়া।।


সুবলরে…
আমার কথা নাই তার মনে
প্রেম করছে আয়ানের সনে
শুয়া আছো নিজ স্বামী লইয়া।
আমি আর কত কাল থাকবো রাধেগো
দুয়ারে দাঁড়াইয়া।।


সুবলরে…
দেখার যদি ইচ্ছা থাকে
আইতে কইও যমুনার ঘাটে
কাল সকালে কলসি কাখে লইয়া।
আমি জলের ছায়ায় রূপ হেরিবো
কদম ডালে বইয়া।


রাধে গো…(সুবল রে)
নারী জাতির কঠিন রীতি
বোঝে না পুরুষের মতি
সদাই থাকে ঘুমালও করিয়া।
তুমি করছো নারী রুপের বড়াই গো
রাধারমণে যায় কইয়া।