নারীর প্রেমে নীল হয়ে যাই
নারীর প্রেমে লাল,
নারীর প্রেমে থমকে দাঁড়ায়
জীবন মহাকাল।
নারীর প্রেমে কাঁপে রূহু
আঘাত লাগে দেলে,
মিটবে না সাধ একজীবনে
নারীর দেখা পেলে।
নারীর প্রেমে নতজানু
নারীর প্রেমে দাঁড়াই।
নারীর প্রেমে সব হারিয়ে
আবার দু'হাত বাড়াই।
নারীর প্রেমে কাঁপে রূহু
আঘাত লাগে দেলে
মিটবে না সাধ একজীবনে
নারীর দেখা পেলে।
নারীর প্রেমে ভিখেরী হই
নারীর প্রেমে রাজা,
নারীর প্রেমে জীবন জেলে
খাটছি মরন সাজা।
নারীর প্রেমে কাঁপে রূহু
আঘাত লাগে দেলে,
মিটবে না সাধ একজীবনে
নারীর দেখা পেলে।