ততক্ষণ তাকে চাই যতক্ষণ তাকে পাই না,
পেয়ে গেলে তারে অবহেলা করি
আর যেন তারে চাই না।


অবশেষে বুঝি হারিয়েছি কি যে
তার মতো কিছু হয় না,
আপন আঁধারে দিন কেটে যায়
ভাঙা মনে আর সয় না।


ফেরাবে কে তারে মন বারেবারে
পিছু ফিরে তাকে চাইছে,
অবহেলাগুলো ভালোবাসা হোক
ডানা ভাঙা পাখি গাইছে।


ভালোবেসে তাই যাকে পেতে চাই
সে তো চিরদিন রয় না,
অবশেষে বুঝি হারিয়েছি কি যে
তার মতো কিছু হয় না।


ততক্ষণ থাকে আগ্রহ
যতক্ষণ পাওয়া যায় না,
পেয়ে গেলে তারে সস্তার ভীড়ে
মূল্য দেয়া হয় না।