নিভে যাওয়া সাঁঝের প্রদীপ আবার জেগে উঠবে,
না ফোটা সেই গোলাপ কলি নতুন করে ফুটবে।
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে,
অরুণ আলোর তরুণ আভায় আমার পরশ লাগবে।
অর্ধপথে থেমে ছিলে পিছু ফিরে চাওনি,
অপেক্ষাতে দাড়িয়ে ছিলাম দেখতে আমায় পাওনি।
থমকে ছিল হিমেল হাওয়া পথের বনফুল,
হৃদয় ছিল রক্তগঙ্গা তোমাতে ব্যাকুল।
সকল ভুলে আবার হয়তো হাতে দু’হাত রাখবে।
শেষ বেলাতে ডাকবে হয়তো নিথর রবো আমি,
শাদা কাপড় জড়ানো আমায় দেখতে চাইবে তুমি।
দর্শনার্থী হবে তুমি হাজার লোকের ভিড়ে,
দেহ তরী ডুববে যখন জীবন নদীর তীরে।
আঁধার শেষে আলো এসে তোমার গায়ে মাখবে,
আগামী ভোরের সূর্যোদয়ে আবার যখন জাগবে।