লেখক | রাব্বী আহমেদ |
---|---|
প্রকাশনী | বইপত্র প্রকাশন |
প্রথম প্রকাশ | ফেব্রুয়ারি ২০১৬ |
‘প্রার্থনা ও প্রেমে শরিক রাখতে নেই’ রাব্বী আহমেদের দ্বিতীয় কবিতা-গ্রন্থ। এই গ্রন্থে তিনি মূলত প্রেমের সঙ্গে প্রার্থনার মিল খুঁজে ফেরেন। তিনি এক মনোথেইস্টিক প্রেম বা একেশ্বরবাদী প্রেম-এর ধারণা তুলে ধরেন—যেখানে এক প্রেমিক বা প্রেমিকার প্রতি নিবেদিত বন্দনার মাধ্যমে প্রেম ধরা দেয় ধর্মীয় একাগ্রতার মতো।
আধুনিক সময়ের বহুগামী প্রেম, দ্রুত সম্পর্ক ভেঙে পড়ার প্রবণতা, ওথেলো সিনড্রোম, ফ্রয়েডীয় আকর্ষণ কিংবা প্রযুক্তির প্রভাবে প্রেমের ধারা যেভাবে বদলে যাচ্ছে, তা তাঁর সংবেদনশীল মনে গভীর অনুরণন তোলে। সেই অনুরণনের প্রতিফলনেই তিনি নির্মাণ করেন শব্দের কারুকার্যে এক নিবিড়, নান্দনিক কবিতামহল।
এক গভীর পর্যবেক্ষকের মতো মানব-মানবীর প্রেমকে তিনি উপস্থাপন করেন ব্যতিক্রমী উপমা ও চিত্রকল্পের দীপ্ত বিভায়।
গীতিকবি কিংবা গানের কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find lyricists or lyrics listed in this website.