জন্ম | ১০ ডিসেম্বর ১৯৯৩ |
---|---|
জন্মস্থান | গোপালগঞ্জ , বাংলাদেশ |
বর্তমান নিবাস | ঢাকা , বাংলাদেশ |
পেশা | গীতিকবি, সুরকার, ইসলামিক গান প্রণেতা |
শিক্ষাগত যোগ্যতা | ব্যবসায় প্রশাসন স্নাতকোত্তর, ঢাকাবিশ্ববিদ্যালয় |
মোস্তাফিজুর রহমান কাইয়ুম গোপালগঞ্জ জেলার সদর থানাধীন করপাড়া ইউনিয়নের বনগ্রাম নামক স্থানে ১০ ডিসেম্বর ১৯৯৩ এ এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।পিতার নাম আব্দুস সাত্তার এবং মায়ের নাম নিগার সুলতানা। তিনি বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্য চতুর্থ। তিনি অতি অল্প বয়োস হতে লেখালেখিতে ঝুঁকে পড়েন।মাত্র ছ' সাত বছর বয়োস হতে লেখালেখি আরম্ভ করেন। এ পর্যন্ত তার তিনটা কাব্যগ্রন্থের পান্ডুলিপিসহ সাত শতের ও অধিক বাংলা, ইংরেজিও হিন্দি গান, ইসলামিক গান রচনা করেছেন।এবং অধিকাংশ গানে তিনি নিজেই সুরারোপিত করিবেন।তার জীবনের এক মাত্র লক্ষ্য বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে সুপ্রতিষ্ঠিত হওয়া।একজন খ্যাতিমান লেখক হওয়া।একজন উদার মুক্ত মনের অধিকারী হওয়া।
মোস্তাফিজুর রহমান ৫ বছর ৭ মাস হলো গানের পাতায় আছেন।
গীতিকবি কিংবা গানের কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find lyricists or lyrics listed in this website.