উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে
ডাহুক ডাকা মাঠ পেরিয়ে একলা যেয়োনা।।
কাউকে কিছু না বলে বাতাস ভরে আঁচলে
ও সোনা বৌ পঙ্খী হয়ে উড়তে চেয়োনা !
সোনা বৌ, গাঁয়ের সীমা ছাড়ালে
বিজন পথের আড়ালে
ওই পাঁজরের পিঞ্জরে মন ফিরবেনা আর হারালে
ডাগর কালো নয়নে অমন বিনা কারণে
নয়নতারা ফুল ফুটিয়ে স্বপ্ন তুমি ছেয়োনা !!
সোনা বৌ, ঘরের আগল খুলোনা
বাঁশীর ডাকে ভুলোনা
ময়ূর-মুখী হাতের বালায় রিনিক্ ঝিনিক্ তুলোনা
ও বাবে গুনগুনিয়ে যেওনা কিছু শুনিয়ে
নতে পাবে রসিক ডাকাত ওভাবে গান গেয়োনা।।