তুমি এসে আমার মনে ফাগুন জাগালে
তুমি প্রথম এই পৃথিবী ভালো লাগালে ।।
শীতের হাওয়ায় একা একা সময় গুণে গুণে
দিন কাটাতাম স্বপ্নে তোমার ফুলের বাঁশি শুনে
হঠাৎ কখন সামনে এসে আমায় রাঙালে ।।
কি ক্ষতি হয় চিরজীবন এমনি যদি থাকো
অনুরাগের রঙে আমার হাজার ছবি আঁকো
কি ক্ষতি হয় মনের কথা আমায় জানালে ।।