তুমি চিঠি লিখে ভুলে গেলে
জুড়ে দিতে নাম
আমার হলো না সে চিঠি পড়া
শুধু হলো বদনাম ।।


মুখেতে যে কথা খুঁজে পাওনি
সোজাসুজি শোনাতে যা চাওনি
তাই চিঠিতে জানিয়ে বুঝি
কিছুটা পেলে আরাম ।।


ও তোমার প্রথম চিঠি পেলে হাতে
আমি পড়তাম শুধু পড়তাম
যখন তখন পড়তাম দিনে রাতে ।


যে কথাটি লিখে পাঠাও নি
যার কোনো ইশারাও দাওনি
আমার কল্পনা দিয়ে দিয়ে
সে কথা খুঁজে নিতাম ।।