তোমায় কিছুই বলিনি তো
ভালো বা মন্দ কিছু
কি হলো তোমার বলে যাও
বলে যাও,বলে যাও ।।
তুমি কিসের আঘাত পেলে
কেনো ওভাবে চলে যে গেলে
সেই মাথাটি নোয়ালে যে উঁচু মাথাটি
কখনো করোনি নিচু ।।
কি করে ভাবলে তোমার প্রেমের
করবো গো অপমান
তোমার গানের বিনিময়ে আমি
দেবো এই প্রতিদান ।
আমি তোমায় রেখেছি বুকে
বহু স্বপ্ন পাওয়ার সুখে
আমি কখনো চলিনি নকল আলোর
আলেয়ার পিছু পিছু ।।