তোমার নিঃশ্বাসে বিষ ছিলো
আমি বিশ্বাস করিনি
ওরা বলেছিলো বহুবার
কারো কথা কানে ধরিনি ।।


রূপ এতো সুন্দর যার
ভাবিনি এমন কালো হবে অন্তর তার
তোমারই তো মালা পরেছি
আর কারো মালা পারিনি ।।


বাইরেতে এতো সোনা
এতো খাদ ভেতরে
যাচাই না হলে আমি
বুঝতাম কি করে ।


গান এতো সুমধুর যার
ভাবিনি মুখের কথা এতো নিষ্ঠুর তার
আমি জেনেশুনে মরেছি
কিছু না জেনে তো মরিনি ।।