তোমাকেই ভাবি শুধু তোমাকেই ভাবি
মনের দুয়ার আপনি খোলে
যতোই দেই না কেনো তালাচাবি ।।
চেষ্টা করি যে কতো ভুলে যেতে
ভাবনা ভরিয়ে দিতে আঁধারেতে
কোথা থেকে আসে একরাশ আলো
আমায় করে যে বেহিসাবি ।।
আমার হবে না তুমি জানি আমি জানি
আমার যা নিবেদন ছিলো গো তোমার কাছে
তাই ফিরিয়ে সবই আনি ।
বন্দী করেছো তুমি একি জালে
খোলে না কখনো সেতো কোনো কালে
কি দিয়ে তোমাকে আমি বাঁধি বলো
আমার নেই তো কোনো দাবি ।।