সূর্যের মতো শাশ্বত হোক পৃথিবীর ইতিহাস
সাগরের মত নির্মল হোক জীবনের বিশ্বাস !
মিলন অভয় বাণী
পথের পাথেয় মানি
দু’চোখে নামুক নতুন দিনের নির্মেঘ নীলাকাশ !
আগুনের মত কখনো দারুণ
দীপ্ত দহন দানে
যা আছে বেদনা পুড়ে হোক সোনা
গহন গভীর প্রাণে ;
আলোর বন্যাধারা
ভাঙুক অন্ধ কারা
মুক্ত হাওয়ায় হৃদয় নিল যে বুক ভরা নিশ্বাস !!