শুনতে শুনতে অনেক মিথ্যা
সত্যি হয়ে যায়
বলতে বলতে অনেক কথাই
মন যে কয়ে যায় ।।


শীলার উপর শীলা জমে
অনেক নদীর পথ ঘুরায়
আবার, বইতে বইতে নদীর স্রোতে
পাথরও ক্ষয়ে যায় ।।


দু'চোখ মেলে চেয়ে থেকেও
অনেক কিছুই নজর এড়ায়
আবার, দেখতে দেখতে অনেক দেখাই
চোখেতে সয়ে যায় ।।


ক্ষমার ছোঁয়ায় যা কিছু ভুল
ফুলের মতো পাপড়ি মেলে
আবার, সাজানো বাগান ভেঙে চুরে
ঘুর্ণি বয়ে যায় ।।


সোনার খাঁচায় রাখলে ধরেও
সময়টা ঠিক পালিয়ে যায়
আবার, অনেক স্মৃতি বিদায় দিলেও
বুকেই রয়ে যায় ।।