সোনায় ঢেকে অঙ্গ কেন এতো রঙ্গ করিস্ এই ধরায়
দু’দিনের সঙ্গ সখী ঠিকানা নাই বাঁচা মরার ,
সোনায় ঢেকে --
কানে সোনা দিলে পরে অনেক কথা যায় না শোনা
সোনা কানে পরার চেয়েও দামী কথা কানে শোনা
জানা শোনা কথিত যে বাসনা তখন হৃদয় ভরায় |
সোনায় ঢেকে --
পূবের মেঘে সূর্য্য যখন আকাশেতে সোনা ঝরায়
সোনার চেয়েও দানী চোখের অশ্রু তখন মুক্তা ঝরায়
তারই মালা গেঁথে চোখে কে বলো আজ গলে পরায় |
সোনায় ঢেকে---