স্বপনে বাজে গো বাঁশি
নয়নে নয়নে তবুও কেমনে
দেখি যে আলোর রাশি ।।
অমর মহিমা লয়ে তুমি এলে
অরুণ প্রভাতে মন ছুঁয়ে গেলে
আকাশে ছড়ালে বাতাসে ছড়ালে
মোহন মধুর হাসি ।।
আঁচল ভরায়ে নিয়েছো কুড়ায়ে
ঝরা সে ফালিকা কলি
এতো নহে ফুল হইয়ো না বেভুল
ওকে আমি মন বলি ।
কমল দিঘীর ফোটা শতদলে
তোমারই মাধুরী দেখি কতো ছলে
শ্যামল সবুজে লিখেছি না বুঝে
তোমায় যে ভালোবাসি ।।