স্বপ্ন মহলে আজো নিশি রাতে
তোমার নামেই ঝাড় বাতি জ্বলে
স্বপ্ন মহলে সুরের হাওয়াতে
তোমার সে গান ভেসে ভেসে চলে ।।
রেশমী ঝালরে পর্দা সরিয়ে
আসছো তুমি সেই জোছনা ঝরিয়ে
মুক্তো ঝরানো হাসি ছড়িয়ে
চাইছো সে মালা দিতে পরিয়ে
মরণ এনে ঐ চোখের কাজলে ।।
তন্দ্রাহারা সেই সুখের প্রহরে
বসলে তুমি যেই আমার শিয়রে
মেহেদী আঁকা হার পায়ে বুলিয়ে
দিলে আমরা ক্লান্তি ভুলিয়ে
কি কথা বলো আঁকা না হলে ।।