সেই মেয়েটি নয়নে দু’টি কাজল পরেছে
তার সে কালো চোখের আলোয় ভুবন ভরেছে
মুখে তার মিষ্টি হাসি সে যে সর্বনাশী
তবুও মনে মনে আমি তারেই ভালোবাসি


পথে যেতে অনুরাগে যদি তাঁর ছোঁয়া লাগে
তাইতো যাওয়া-আসা পথেই পথে ফিরে আসি
তবুও মনে মনে আমি তারেই ভালোবাসি


সেই মেয়ে তার নামটি ধরে বলবো কোনদিন এমনি করে
ভালো যদি বেসেই থাক দূরে দূরে কেন রাখ |
আমি অথৈ সাগর জলের ঢেউয়ে ঢেউয়ে ভাসি
তবুও মনে মনে তারেই ভালোবাসি ||