সেই দু’টি চোখ আছে কোথায় কে বলে দেবে আমায়--
মনটা আমার মাতিয়ে দেবে যার ওই চোখের পাতায় ||
শুধুই আকাশ হলে হবে না হবে না
শুধুই বাতাস হলে হবে না হবে না--
আকাশ বাতাস ভাঙা ঝড়ের হাওয়ায়
যে নয়নে বিদ্যুৎ কেঁপে কেঁপে যায় ||
খুঁজে যাই---
আজো হয় না দেখা যার দেখা আমি পেতে চাই |
শুধু দেখা হলে হবে না হবে না
একার একা হলে হবে না হবে না---
একাকার হয়ে গিয়ে যে সে আমার
স্বপ্নের পৃথিবীতে ডেকে ডেকে যায় ||