সবাই তো মেনে নিলো আমি বড়ো হয়েছি
মা যে শুধু মানল না |
আমার কি দোষ গুণ, সকলেই জেনে গেল
মাই শুধু জানলো না |
শিশু ভেবে এখনও সে মা আমার
কড়া কড়া বকুনিও দিয়ে যায়,
আমি আর ছোট নই, মায়ের এ ধারনাটা
কিছুতেই কোনো মতে ভাঙলো না
আমার কি দোষ গুণ --- জানলো না |
আর কেউ বোঝে না তো, মা যে ঠিক বুঝে নেয়
আমার কখনো কিছু হলে
আমার মাথায় রাখি, মায়ের স্নেহের হাত
নিমেষে দুঃখ যায় চলে
মনে হয় মা আমায় বলে যায়
শিশু তুই আজও বড়ো অসহায়
আর জানুক কেউ মায়ের এ ভালোবাসা
দুহাত বাড়িয়ে কেউ আনলো না
আমার কি দোষ গুণ --- জানলো না |
সবাই তো মেনে নিলো --