প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন
যতো দূরে চাই নাই শুধু নাই
দিকে দিকে শুধু নাই নাই নাই ।।
শুষ্ক কাননও তরু শাখে
বিরস কণ্ঠে পাখি ডাকে
বুক ফাটা পিপাসায় অগ্নি আকাশ পানে
চাহে যে সদাই ।।
হায়রে স্রোতস্বিনী
এমন শীর্ণ তোরে দেখিনি তো কোনোদিনই ।
বক্ষে মরণো যাচে আশা
নিরবো মৌন যতো ভাষা
এক ফোঁটা অশ্রুর শান্ত্বনা খুঁজে
তবু দু' হাত বাড়াই ।।