ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি
আমায় চমকে দাও, চমকে দাও দাও দাও
আমার মন মানে না দেরি আর সয়না ।।
ঐ যে ঘুম পাহাড়
জেগে বেশ ঘুমিয়ে দেখে
কে আমার পাশে থাকে
কে আমার গানের কথার মানে বুঝে না ।।
ঐ যে নীল আকাশ
সে এখন শুধুই হাসে
তার কি যায় বা আসে
আমি যে চেনা দিও রইবো অচেনা ।।