ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো
ওগো সুন্দরী মোর পরাণ বাঁশিতে বাজো।।


ওগো সুন্দরী ও রূপ কোথায় পেলেগো
শুধু তোমার মাঝেই তুলনা যে তার মেলে গো।
তোমার আমার সেই অভিসার হবে নাকি বলো আজো।।


ওগো সুন্দরী, তোমায় দিয়েছি মন,
তুমি যে আমার রূপসী প্রতিমা
তোমার নেইতো বিসর্জন।


ওগো সুন্দরী ও রূপের নেই ক্ষয়,
বারবার দেখে আরো দেখি মনে হয়---
মোর প্রাণের ভুবনে স্নিগ্ধ সবুজ বসন্ত হয়ে রাজো।।