ওগো আবার নতুন করে
ভুলে যাওয়া নাম ধরে ডেকো না
হারানো স্বপন চোখে এঁকো না।।


ঝরা মালা বুকে তুলে নিয়ে
স্মৃতির সুরভী ঢেলে দিয়ে
ফাগুনের গান মনে রেখো না।।


আবার মাধবীলতা
বাতাসে চেয়ো না ওগো দোলাতে,
যে ব্যথা নিয়েছি মেনে
অকারণে এসো না তা ভোলাতে।


যে আশা হয়েছে ওগো মিছে
শুধু আলেয়ার পিছে পিছে।
সমব্যথা দিয়ে তারে দেখো না।।