ও কোকিলা, তোরে শুধাইরে
সবারই তো ঘর রয়েছে
কেনরে তোর বাসা কোথাও নাইরে?


বনে বনে দেখিস যখন পরের বাসা ও পাখী
একটি বারো পরাণটা তোর উদাস হয়ে যায় নাকি
কখনো কি মন বলে না
এমনি বাসা একটি আমি চাইরে?


ভালোবাসা দেখলি শুধু
ভালোবাসা বুঝলি না
বুকের মাঝে হারায় যে-মন
সে-মনটারে খুঁজলিনা
কী সাধ আজো গোপন আছে
দিব্যি করে বলনা আমায় ভাইরে।।