নাচরে পেখম তুলে নাচ ময়ূর
ডালে ডালে তালে তালে মাধুরীর মায়া জালে
সোনা সোনা ফুলে ফুলে তরু শাখা দুলে দুলে
ময়ূরী নাচ, ময়ূরী নাচ ।।


কাজল চোখের ছায়া নয়নে এঁকে
স্বজল বাদল মায়া বুকেতে রেখে
চকিত চরণে বাজারে নূপুর ।।


এমন উচ্ছল দিনে বসে না থেকে
নাচেরে ময়ূর মিতা মিতারে ডেকে
বাজারে দু'জনে বাজা একই সুর ।।