মনে পড়ে সেই দিনটি
যেদিন পাখিকে গাইতে দেখে
আমারো গাইতে ইচ্ছে হলো ।।
আমি ভয়ে ভয়ে মুখ খুললাম
এই কন্ঠেতে সুর তুললাম
অনেক অনেক স্বপ্ন দু'চোখে
ছাইতে ইচ্ছে হলো ।।
তবু আজো তো হলো না জানা
সেদিন কোথায় জ্বললো আলো
সেই প্রথম গানটি শুনে
আরতো ধোপ লাগলো ভালো ।
আমি তারই খোঁজে কত ঘুরলাম
কতো স্মরণের ফুল ছুরলাম
আজি তারই সে প্রেরণা নিয়ে
তরীটি বাইতে ইচ্ছে হলো ।।