লাল শালুকের ঘুম ভেঙেছে
আকাশ দিঘীর পুব কোণে
কাজলা রাতে পানকৌড়ি
ডুব দিলো সেই ফুল বনে ।।


পদ্মাপার টুপুর মেঘেতে
জোনাক তারা ঝরতে লেগেছে
সবাই গেছে একটি দুটির
যাবার কথা নেই মনে ।।


ভাসিয়ে দেওয়া চাঁদের পিদিম
ঢেউ দুলিয়ে ওই চলে
হঠাৎ নিভে জোছনা শিখা
তলিয়ে যেথায় ডুব জলে ।


রোদের মূরাল ওই তো এসেছে
একে একে জলকে ভেসেছে
লাল শালুকের সোনার রেণু
ছড়িয়ে পড়া কাল বনে ।।