কোথায় এলাম আমি পৃথিবীর কোন প্রান্তে
চাই না তো আজ আমি
চাই না তো তা জানতে
মন শুধু জেনে যেতে চায়
কতো খানি ভালোবাসো
তুমি যে আমায় ।।


ঝরোঝরো ঝরে পড়ে ঝর্ণার হাসি পাইনে
মনের মাঝে সুর ভরা বাঁশি
আমি ভাবি আজ থেকে
নতুন কি নাম রেখে
ডাকবো তোমায় ।।


জানি না তো চিনি না তো
এটা কোন ভুল হাওয়া লেগে
ডালে ডালে দুলছে দোদুল
মল্লিকা হোক না সে
দেবো তাকে ভালোবেসে
তোমারই খোঁপায় ।।