কে তুমি তন্দ্রা হরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙালে মন পুষ্পরাগে
কে গো চম্পা বরণী ।।


আজ তোমায় দেখে হলো মনে
তুমি ছিলে এ মনের কোণে
তোমার ডাকেই কূল হারালো
আমার স্বপ্ন তরনী ।।


তুমি বুঝো নাকি তুমি বুঝো নাকি
গানের বিরাম জানেনা আমার বনের পাখি
তুমি শোনো তা কি ।


ওই ভ্রমর রাখীর গুঞ্জরনে
ফুল ফোটে তাই মন পবনে
মিলন মায়ায় হয় একাকার
সাধের স্বর্গ ধরনী ।।